দিয়াজের ‘হত্যাকারী’দের বিচার দাবিতে চবিতে অবরোধ

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর ‘হত্যাকারী’দের গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনির্দিষ্টকালের অবরোধ শুরু করেছে ‘সাধারণ ছাত্রছাত্রী সংগ্রাম পরিষদ’ নামের একটি সংগঠন।
আজ রোববার সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়।
এর আগে ভোরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকবাসের চালক দ্বীন মোহাম্মদকে মারধর করেন আন্দোলনকারীরা। এ ছাড়া নগরীর বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের বাসে বিচ্ছিন্নভাবে হামলার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন চলাচল করছে না।
আন্দোলনকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চবির সহকারী প্রক্টর আনোয়ার হোসেনের পদত্যাগ ও চাকরিচ্যুত, আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন, দিয়াজ ইরফানের সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ, দিয়াজ ইরফান হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনির্দিষ্টকালের এই অবরোধ পালন করা হবে।
গত ২০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর সড়কে অবস্থিত নিজ বাসা থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন দিয়াজের মা।
এদিকে দিয়াজ আত্মহত্যা করেছেন মর্মে ময়নাতদন্তের প্রতিবেদন দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক মেডিসিন বিভাগ। হাসপাতালের তিন চিকিৎসকের সমন্বয়ে গঠিত কমিটি এ প্রতিবেদন দেয়।