চট্টগ্রামে ১০টি পেট্রলবোমা উদ্ধার

চট্টগ্রামের আগ্রাবাদের সিজিএস কলোনি এলাকা থেকে আজ রোববার সকালে ১০টি পেট্রলবোমা উদ্ধার করে পুলিশ। ছবি : এনামুল হক
চট্টগ্রাম মহানগরের দক্ষিণ আগ্রাবাদের সিজিএস কলোনি থেকে ১০টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিজিএস কলোনি এলাকার একটি ক্লাবের পেছনে পরিত্যক্ত অবস্থায় এসব বোমা উদ্ধার করা হয়। এ ক্লাবটি ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যবহার করতেন। উদ্দেশ্যমূলকভাবে কেউ এসব রাখতে পারে বলে তাঁর ধারণা। ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
এ ব্যাপারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন বাচ্চুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এনটিভির কাছে দাবি করেন, তাঁর দলের কেউ এর সঙ্গে জড়িত নয়। বিএনপির কেউ উদ্দেশ্যমূলকভাবে রেখে গেছে বলে তাঁর বিশ্বাস। স্থানটিকে নিরাপদ ভেবে বোমা রাখতে পারে বলে ধারণা করছেন তিনি।