চুয়াডাঙ্গায় ১১ দফা দাবিতে আখচাষিদের বিক্ষোভ মিছিল

মানবববন্ধনে কেরু চিনিকল মিলস গেট আখচাষি কল্যাণ সংস্থার নেতাকর্মীরা। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গায় আখের মূল্য মণপ্রতি ১৫০ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আখচাষিরা।
আজ রোববার বেলা ১০টায় দর্শনা প্রেসক্লাবের সামনে কেরু চিনিকল মিলস গেট আখচাষি কল্যাণ সংস্থা এই কর্মসূচি পালন করে।
সংস্থার সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আবদুল বারী , উপদেষ্টা আকমত আলী বিশ্বাসসহ নেতারা দাবির পক্ষে বক্তব্য দেন।
সভাপতি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) উদ্দেশ্যে বলেন, চিনিকলের কাছে সংস্থার পাওনা ১৬ লাখ টাকা ২৪ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। তা না হলে মিল উদ্বোধন কার্যক্রমে কোনো চাষি যাবেন না এবং চাষিরা কোনো আখ সরবরাহ করবেন না। যাঁরা আখ দিতে যাবে তাঁদের প্রতিরোধ করা হবে।
মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দর্শনা পুরাতন বাজারে গিয়ে শেষ হয়।