রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন বন্ধের দাবি জানিয়েছেন কক্সবাজারের রাখাইন সম্প্রদায়ের নেতারা।
একই সাথে এ ঘটনায় রহস্যজনক ভূমিকা পালন করায় দেশটির নেত্রী অং সান সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার জেলা শাখা ও জেলা আওয়ামী লীগ।
আজ রোববার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত রাখাইন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য অধ্যাপক এথিন রাখাইন বলেন, মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের উপর সেদেশের সরকার নির্যাতন চালাচ্ছে। বাংলাদেশের রাখাইন, বৌদ্ধ, হিন্দু সম্প্রদায় এই নির্যাতনের প্রতিবাদ জানায় এবং নির্যাতন বন্ধে দাবি জানায়।
মানববন্ধনে সংহতি জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, মিয়ানমারের রাখাইন প্রদেশে সেই দেশের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে। রোহিঙ্গা মুসলমানদেরকে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি গণহত্যা চালিয়ে অশান্তি তৈরি করছেন। তাই অশান্তির দূত সু চির নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি।
মানববন্ধনে সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, বাংলাদেশ পূজা উযাপন পরিষদের জেলা শাখার সভাপতি রনজিত দাশ, জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, বাংলাদেশ রাখাইন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যক্ষ ক্যথিং অং বক্তব্য দেন।