স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করলেন ১২ জলদস্যু

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, অপার সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনে কোনো জলদস্যু বা বনদস্যুদের থাকতে দেওয়া হবে না। তিনি বলেন, সেই সঙ্গে এদের যারা মদদ জোগাচ্ছে তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৮-এর বরিশালের রূপাতলীর কার্যালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সুন্দরবনের জলদস্যু খোকা বাবু বাহিনীর প্রধান কবিরুল ইসলামসহ ১২ সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন বলেন, যারা নিরীহ লোকজনকে ডাঙ্গা থেকে জলে নামাচ্ছে, তারা যত বড় ক্ষমতাধরই হোক না কেন তাদের শাস্তি পেতে হবে। জলদস্যুদের নিরাপদ জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে তাঁদের নিরাপদ কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন মন্ত্রী।
আত্মসমর্পণ করার সময় খোকা বাবু বাহিনীর সদস্যরা ছয়টি বিদেশি একনলা বন্দুক, চারটি বিদেশি দোনলা বন্দুক, একটি পয়েন্ট টু টু বোর এয়ার রাইফেল, ছয়টি শাটারগান, দুটি এয়ারগান, দুটি শুটার গান ও একটি কাটা রাইফেলসহ মোট ২২টি আগ্নেয়াস্ত্র এবং ১০০৩টি গোলাবারুদ জমা দেন।
আত্মসমর্পণকারী ব্যক্তিরা হলেন কবিরুল ইসলাম ওরফে খোকাবাবু (৩৩), আমিনুর ইসলাম (৩২), মো. শাহজাহান গাজী (৩০), মো. আবদুল আজিজ (৪৪), মো. মিজানুর রহমান (৩৬), মো. রবিউল ইসলাম (২৫), মো. ওসমান গনি (৩৩), মো. রফিকুল গাজী (৩৩), মো. ইয়াছিন আলী গাজী (২৫), মো. মহিদুল ইসলাম (৩৩), মো. মজিবর রহমান (৩৮) ও মো. কালাম (৩৫)। এঁদের সবার বাড়ি সাতক্ষীরা জেলার বিভিন্ন গ্রামে।
আত্মসমর্পণ অনুষ্ঠানে বরিশাল র্যাব ৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখারুল মাবুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ, র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস, জেবুন্নেসা আফরোজ, পুলিশের বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক শেখ মুহাম্মদ মারুফ হাসান প্রমুখ।