জামালপুরে কমরেড অজয় রায় স্মরণসভা
মুক্তিযুদ্ধের সংগঠক প্রখ্যাত কমিউনিস্ট নেতা কমরেড অজয় রায় স্মরণে জামালপুরে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। অনুষ্ঠানটির আয়োজন করে ‘স্বজন’ নামের একটি সংগঠন।
‘স্বজন’ জামালপুরের আহ্বায়ক উৎপল কান্তি ধরের সভাপতিত্বে স্মরণসভায় অজয় রায়ের সহধর্মিণী জয়ন্তী রায় ছাড়াও বক্তব্য দেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের সম্পাদক মুহাম্মদ হিলাল উদ্দিন, কবি সাযযাদ আনসারী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অজয় রায় এ দেশের বাম আন্দোলনের সূচনাপর্ব থেকেই জড়িত ছিলেন। তিনি মুক্তিযুদ্ধেরও অন্যতম অগ্রপথিক ছিলেন। তিনি শোষণমুক্ত সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিচল থেকে সারা জীবন সংগ্রাম করে গেছেন।
অজয় রায়ের মৃত্যুতে দেশ এক নীতিনিষ্ঠ, আপসহীন ও মেধাবী রাজনীতিবিদকে হারিয়েছে বলেও উল্লেখ করেন বক্তারা। তাঁরা সংগ্রামী এই নেতার আদর্শিক পথ ধরে নতুন প্রজন্মকে সমাজতান্ত্রিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।