মিয়ানমারের ৯১ নাগরিককে ফেরত পাঠাল বিজিবি

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে প্রায় এক বছর কারাভোগের পর মিয়ানমারের ৯১ নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মিয়ানমার সীমান্তের ঢেঁকিবনিয়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ক্যাম্পে পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ বৈঠকে মিয়ানমারে চলমান সহিংসতা ও বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে বলেও বিজিবির পক্ষ থেকে জানানা হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কক্সবাজার বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের প্রমুখ।
হস্তান্তরের বিষয়ে কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় গ্রেপ্তার হওয়া ৯১ মিয়ানমার নাগরিককে বিজিপির কাছে হস্তান্তর করা হয়। তাঁরা এত দিন কক্সবাজার জেলা কারাগারে আটক ছিলেন। পরে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের স্বদেশে ফেরত পাঠানো হলো।
গত বছরের ৮ ডিসেম্বর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করার সময় বাংলাদেশ নৌবাহিনীর হাতে আটক হয় মিয়ানমারের এই ৯২ জেলে। এর মধ্যে কারাগারে থাকা অবস্থায় একজন মিয়ানমার নাগরিকের মৃত্যু হয়। বাকি ৯১ জনকে আজ বিজিপির কাছে হস্তান্তর করা হলো।