ট্রাক ধর্মঘট
সোনামসজিদ স্থলবন্দরে আটকে আছে দেড় শতাধিক ট্রাক

পুলিশের ‘চাঁদাবাজি ও হয়রানি’র প্রতিবাদে উত্তরাঞ্চলে ট্রাক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে আজ শুক্রবার। ধর্মঘটের কারণে জেলার কোথাও থেকে ছাড়ছে না পণ্যবাহী ট্রাক।
এই ধর্মঘটের কারণে পণ্য পরিবহনে দেখা দিয়েছে স্থবিরতা। গত রাতে সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রায় ৫০টি পণ্যবাহী ট্রাক ছেড়ে গেলেও এখনো বন্দর এলাকায় আটকে আছে দেড় শতাধিক ট্রাক। এসব ট্রাকের সিংহভাগ পণ্যই হচ্ছে পেঁয়াজসহ কাঁচামাল।
বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছে, শীতকাল হওয়ায় ওইসব পণ্য পচন নিয়ে শঙ্কা করছেন না। তবে ধর্মঘট দীর্ঘ হলে বিপাকে পড়বেন তাঁরা।