সরকারি চাকরির বয়স ৩৫ করার দাবিতে খুলনায় মানববন্ধন

খুলনা শহরের শিববাড়ী মোড়ে আজ শনিবার সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ছবি : এনটিভি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে খুলনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের শিববাড়ী মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মনির হোসেন মানববন্ধনে সভাপতিত্ব করেন। নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের লাখো উচ্চশিক্ষিত তরুণ চরম অনিয়মের শিকার হয়ে শিক্ষাজীবন শেষ করতেই চাকরিতে প্রবেশের বয়সসীমা পার করে দিচ্ছে। ফলে তাদের মেধা দেশ ও জাতির কোনো কাজে লাগাতে পারছে না। এভাবে শিক্ষার্থীরা অমানবিক বৈষম্যের শিকার হচ্ছেন। তাই দ্রুত সরকারি চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবি জানানো হয়।