পঞ্চগড় সীমান্তে কিশোরের লাশ

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে অজ্ঞাত পরিচয় (১৮) এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মীরগড় সীমান্তের করতোয়া নদীর পাড় থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন করতোয়া নদীর পাড়ে ওই কিশোরের লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দিন।
পুলিশ আরো জানায়, ওই কিশোরের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব জানান, ওই কিশোরের পরিচয় মিলেনি।