ভ্যাট প্রত্যাহারের দাবিতে খুলনায় কম্পিউটার ব্যবসায়ীদের মানববন্ধন

কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন কম্পিউটার ব্যবসায়ীরা। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) খুলনা শাখার যৌথ উদ্যোগে খুলনা মহানগরীর প্রাণকেন্দ্র পিকচার প্যালেস মোড়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় অঙ্গীকার করেছিল তারা ডিজিটাল বাংলাদেশ গড়বে। এর জন্য তারা স্বপ্নপূরণের সৈনিক হিসেবে খুলনা চেম্বার অব কমার্স এবং খুলনার কম্পিউটার ব্যবসায়ী নেতারা একযোগে কাজ করে আসছেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী সহজলভ্য করতে আট হাজার টাকা প্যাকেজ ভ্যাট নির্ধারণ করে দেয়। যার দরুণ আজ ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে গেছে। এখন একটি মহল বর্তমান সরকারের ভিশন ২০২১ কে বাধাগ্রস্ত করতে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর ভ্যাট বৃদ্ধি করছে। এর প্রভাব পড়বে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের ওপর। পণ্যের দাম বৃদ্ধি পেলে তথ্যপ্রযুক্তি সুবিধা থেকে এসব মানুষ বঞ্চিত হবে। আজ বর্তমান সরকার চাকরি, ভর্তি, টেন্ডার, পরীক্ষার ফলাফল ও অনলাইনে সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। আর এসব সুবিধা ভোগ করতে হলে কম্পিউটার থাকতে হবে। তাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ করতে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর ওপর আগের মতো প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবি জানান তিনি।
এ সময় খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা এবং তাঁর ছেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার তার সফল বাস্তায়নের পূর্ব শর্ত হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীর সহজলভ্যতা। জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্য রেখে সবার কাছে তথ্য প্রযুক্তির জ্ঞান এবং সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যই এই অঞ্চলে খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখা একযোগে কাজ করছে। কিন্তু বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের হটকারী সিদ্ধান্তের ফসল হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার সামগ্রীকে ভ্যাটের আওতায় এনে কম্পিউটার ব্যবসায়ী এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটাকে প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দিয়েছে। সারা দেশে কম্পিউটার ব্যবসায়ীদের মতো তাঁরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতি খুলনা শাখার চেয়ারম্যান সৈয়দ মো. মোকসুদুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক এস এম ওয়াহিদ আকবার টুটুল, মোস্তাফিজুর রহমান রিহিন, মো. আজিজ হোসেন সুমুন, আসাফুদ্দৌলা সাগর, সামসুল আরেফিন, মুরাদ, খুলনা চেম্বারের পরিচালক মফিদুল ইসলাম টুটুল, মো. মাসুদ, হেলাল, জিয়া, রিংকু প্রমুখ।