কুড়িগ্রাম আইনজীবী সমিতির নির্বাচন
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আব্রাহাম লিংকন-আমজাদ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে বিজয়ী হয়।
বিএনপি-জামায়াত সমর্থিত ‘ইয়াছিন- ফখরুল’ প্যানেলের একজন সহসভাপতিসহ ছয়টি পদে নির্বাচিত হয়।
প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা যুগ্ম জজ মো. জাহেদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করা হয়। সর্বমোট ১৯টি পদের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৩টি পদে বিজয়ী হয়।
বিজয়ীরা হলেন সভাপতি এস এম আব্রাহাম লিংকন, সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর ও ক্রীড়া সম্পাদক আলহাজ রুহুল আমিন দুলাল এবং কার্যনির্বাহী সদস্য পদে তৌফিক আল সাহাব কিসলু, জাকিয়া সুলতানা সুইটি, জাহিদ আহমেদ কাজল, আনিছুজ্জামান আনিছ, সাধন কুমার দেব, খোরশেদ আলম ও সাহেদুল হক বাচ্চু।
অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল নির্বাচিত হয়েছে ছয়টি পদে। নির্বাচিতরা হলেন সহসভাপতি সফিকুল ইসলাম সান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মহাব্বত বিন খন্দকার, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ইকবাল হোসেন, লাইব্রেরি সম্পাদক মোখলেছুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য পদে মিজানুর রহমান ও হাই মণ্ডল।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হযরত আলী জানান, দ্বিবার্ষিক নির্বাচনে ১০১ ভোট পেয়ে সভাপতি পদে বর্তমান সভাপতি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন পুনর্নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছিন আলী সরকার পান ৭৩ ভোট। ৮৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহা. ফখরুল ইসলাম ৮৬ ভোট পেয়ে এক ভোটে পরাজিত হন। সভাপতি পদে আব্রাহাম লিংকন একমাত্র ব্যক্তি যিনি টানা দুই দফা সাধারণ সম্পাদক এবং পরে টানা দুই দফা সভাপতি পদে বিজয়ী হলেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সভাপতি এস এম আব্রাহাম লিংকন ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এবং জামায়াত-বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি ইয়াছিন আলী সরকার ও সাধারণ সম্পাদক মুহা. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১৯টি পদে দুই প্যানেলে লড়াই করেন ৩৮ জন প্রার্থী। ভোটার ছিলেন ১৮১ জন।