বিএনপি জামায়াতই মানবাধিকার লঙ্ঘন করছে, বললেন হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, দেশে এখন বিএনপি-জামায়াতের গুপ্ত হত্যা, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া বাকি সবকিছুই স্বাভাবিক আছে। বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াতের নেতৃত্বেই এসব অশুভ কর্মকাণ্ড ঘটছে। বাংলাদেশে যদি কোনো মানবাধিকার লঙ্ঘন ঘটে থাকে তবে বেগম জিয়ার দল বিএনপি ও তার দোসর জামায়াতই ঘটাচ্ছে।
আজ শনিবার বেলা ১টায় কুষ্টিয়া শহর জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজেন শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
বাংলাদেশ এখন বধ্যভূমিতে পরিণত হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার শাসনামলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা ২৬ হাজার আওয়ামী লীগ কর্মীকে হত্যা করেছিল। এর ভেতর আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারাও ছিলেন। এ ছাড়া নৌকায় ভোট দেওয়ার অপরাধে হিন্দু সম্প্রদায়সহ প্রায় দশ হাজার নারীকে ধর্ষণ করা হয়েছিল। হানিফ পাল্টা প্রশ্ন করেন সাংবাদিকদের, ‘এখন কি এমন কোনো ঘটনা ঘটছে?’
জিয়াউর রহমানের কবর সরানো বিষয়ে মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘মহান জাতীয় সংসদের নকশার নির্দেশনা পুনরায় বাস্তবায়ন করা হবে। এ জন্য কার কবর উঠবে না উঠবে সে বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তবে এসব নিয়ে বিএনপির কাগুজে বাঘের হুঙ্কার নিয়ে সরকার ঘাবড়ায় না, মাথাও ঘামায় না।’
পরে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হানিফ। এ সময় কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি রবিউল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীসহ হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।