ভোলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন

মানববন্ধন, র্যালি ও সমাবেশের মধ্য দিয়ে ভোলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে ভোলা শহরের সদর রোডে মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, উন্নয়নকর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশা-শ্রেণীর অংশ নেন।
এ সময় মানববন্ধনকারীরা ব্যানার এবং মানবাধিকার বিষয়ক নানান ধরনের স্লোগান লেখা ফেস্টুন বহন করেন। প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একটি র্যালি সদর রোড কে-জাহান মার্কেট থেকে শুরু হয়ে সদর রোড,বাংলাস্কুল মোড় ও নতুন বাজার হয়ে প্রেসক্লাবের সামনে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধিকার- এর স্থানীয় সমন্বয়কারী মো: আফজাল হোসেন এর সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন মো: হারুনুর রশিদ,আনোয়ার হোসেন,গুলনার বানু,অমি আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আজ স্বাধীন দেশের নাগরিক হয়েও স্বাধিনভাবে কথা বলা যাচ্ছে না। দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, নারী নির্যাতনের ঘটনা ক্রমান্বয়ে বাড়ছে। সাধারণ মানুষ আনইশৃংখলা রক্ষাকারী বাহিনীর ভয়ে স্বাধীনভাবে কথা বলার সাহস হারিয়ে ফেলেছে।