মাদারীপুরে ডাকাত সন্দেহে ৪ ব্যক্তি আটক

মাদারীপুরের শিবচরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে রিভলবার, গুলি ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে বহেরাতলার একটি বাঁশ বাগান থেকে তাদের আটক করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর সাত্তার জানান, গোপন সংবাদে ভিত্তিতে শিবচর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিউটন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল বহেরাতলার বাঁশ বাগানে অভিযান চালায়। এ সময় চার ব্যক্তিকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করে পুলিশ। তাঁদের সঙ্গে থাকা অন্য দুজন পালিয়ে যায়।
এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ছয়টি গুলি, একটি ধারালো অস্ত্র ও তাদের ব্যবহৃত দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয় বলে জানান ওসি।
ওসি আরো জানান, শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া আটক ব্যক্তিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।