সৌদি আরবে যেতে কুষ্টিয়ায় গৃহকর্মীদের উৎসাহ

সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আজ মঙ্গলবার নারীদের উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি
সম্পূর্ণ বিনা খরচে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাতে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নারীদের উদ্বুদ্ধকরণ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিনব্যাপী অ্যাভিয়েট ইন্টারন্যাশনাল নামের একটি বেসরকারি সংস্থা ভেড়ামারা চাষি ক্লাবে সৌদি আরবে যেতে আগ্রহীদের উৎসাহ দেয়।
এলাকার কয়েক শ নারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন। অ্যাভিয়েট ইন্টারন্যাশনালের কর্মকর্তা শাহীন মাহমুদ নারীদের সরকারি উদ্যোগে বিনা খরচে গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করে বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন।