খালেদা জিয়া গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত করছেন

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণতন্ত্র ধ্বংসের চক্রান্ত করছেন।
আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলার উদ্বোধনের আগে সার্কিট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
ইনু বলেন, খালেদা জিয়া সাম্প্রতিককালে গণতন্ত্র নিয়ে মায়াকান্না শুরু করেছেন। আসল কথা হচ্ছে তিনি আগুন দিয়ে গণতন্ত্র পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছেন। শেখ হাসিনা ও বর্তমান সরকার সেই চক্রান্ত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে।
তথ্যমন্ত্রী বলেন, খালেদা যেভাবে গণতন্ত্র নিয়ে সোচ্চার হওয়ার চেষ্টা করছেন, সেটা মূলত গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত। সেটিকে শেখ হাসিনার সরকার শক্ত হাতে মোকাবিলা করেছে। সুতরাং খালেদা জিয়ার কাছ থেকে গণতন্ত্রের ফতোয়ার দরকার নেই।
কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে ‘শেখ হাসিনার নেতৃত্বে আমরা হব জয়ী, ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি হবে হাতিয়ার’ স্লোগানকে সামনে রেখে লার্নিং অ্যান্ড আর্নিং মেলার উদ্বোধন করা হয়। মেলা ঘুরে দেখেন ইনু।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিমের সভাপতিত্বে ক্যাপাসিটি বিল্ডিং সার্ভিস গ্রুপ এই মেলার আয়োজন করে।