গুলশান হামলার মতো ঘটনারোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/12/18/photo-1482046368.jpg)
রাজধানীর গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলার মতো ঘটনা রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ রোববার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ১৮তম সভায় মন্ত্রী এ নির্দেশের কথা জানান।
গত পয়লা জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানে স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে হত্যা করে।
ওই দিন রাতে উদ্ধার অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। হামলার পর মোট ২৯ জন নিহত হয়।
‘হলি আর্টিজানের ঘটনা এবং ছাত্রদের সম্পৃক্ততা আমাদের সবাইকে ভাবিয়ে তুলেছে। আমি নিশ্চিত এমআইএসটি এ ব্যাপারে ওয়াকিবহাল। এ ধরনের যেকোনো ঘটনা রোধ করতে আমি সব শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা ও মোটিভেশন কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছি এবং দীর্ঘদিন ক্লাসে অনুপস্থিত শিক্ষার্থীদের ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে’, বলেন শিক্ষামন্ত্রী।
সভায় এ সময় উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান, এমআইএসটির কমান্ড্যান্ট, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।
সভায় এমআইএসটির বিভিন্ন কার্যক্রম পরিচালনা, নীতিমালা সংশোধন, অনুষ্ঠান উপস্থাপন এবং ভর্তিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।