তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করতে চান সংস্কৃতি প্রতিমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/30/culture-minister-1.jpg)
নিজ নির্বাচনি এলাকার তৃতীয় লিঙ্গে জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করার আশা প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। একইসঙ্গে নিজ এলাকার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে একটি বেসরকারি সংগঠেন সহায়তা কামনা করেন প্রতিমন্ত্রী।
আজ মঙ্গলবার (৩০ মে) রাজধানীর একটি হোটেলে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত ‘ইক্যুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) এই প্রকল্পে অর্থায়ন করছে।
কে এম খালিদ বলেন, ‘মুক্তাগাছার ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর উন্নয়নে আমি কাজ করতে চাই। কিন্তু, সমস্যা হলো তারা একত্রিত বা সংগঠিত হতে চায় না। এ বিষয়ে আমি আপনাদের (বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি) সহযোগিতা চাই। মুক্তাগাছাকে ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর জন্য একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাদের আর্থ-সামাজিক উন্নয়নে একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই।’
প্রতিমন্ত্রী বলেন, ‘তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সমাজের বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত তৃতীয় লিঙ্গের মানুষদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। মানবিক এ সংগঠনটি ইউএসএইডের অর্থায়নে ‘সমতা’ প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউএসএইড মিশন বাংলাদেশের পরিচালক ক্যাথরিন ডি. স্টিভেন্স, কান্ট্রি ডিরেক্টর ড. সায়মা খান, সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহমেদ।