করোনায় আরও দুজনের মৃত্যু, শনাক্ত ৭১
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/27/corona_ntv.jpg)
করোনার নমুনা সংগ্রহের পুরোনো ছবি এনটিভির
গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭১ জনে। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ২৪০ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ১৫৮ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৪৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় এক হাজার ৪৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার চার দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ।