গাবতলী অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, আটক দুই

তিনটি ট্রাকের ওপরে বানানো হচ্ছে মঞ্চ। আশপাশ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত। আর পাশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান। আজ শনিবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর গাবতলীর পুলিশ ফাঁড়ির ঠিক বিপরীত পাশের দৃশ্য এটি।
ফাঁকে ফাঁকে আওয়ামী লীগের ছোট ছোট দলে কিছু নেতাকর্মী স্লোগান দিতে দিতে মঞ্চের পাশে আসছে। মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, যেন সড়কে অবস্থান না নেওয়া হয় এবং যানজট তৈরি না করা হয়।
তবে, এ সময়ে পুলিশ ফাঁড়ির সামনে থেকে গাবতলী বাস টার্মিনাল পর্যন্ত ঘুরেও বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। যদিও তাদের বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালন করার কথা। অন্যদিকে পুলিশের জলকামান ও প্রিজন ভ্যান ঘুরতে দেখা গেছে রাস্তা দিয়ে।
গাবতলি থেকে আটক দুই
রাজধানীর গাবতলীর মিরপুর শাহী মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের সামনে থেকে আজ বেলা পৌনে ১১টার দিকে দুজনকে আটক করে পুলিশ।
আজ শনিবার বেলা ১০টার ৫০ মিনিটে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সোহান। আটক দুই ব্যক্তি হলেন মীর আল আমিন ও ওয়াসিম।
সোহান বলেন, ‘দুজনকে সন্দেহজনক মনে হয়েছে। তাই আমরা তাদের আটক করেছি। এখন থানায় নিয়ে যাব। তারপর বিস্তারিত জানানো হবে।’
এরপর বেলা ১১টার দিকে তাদের দুজনকে দারুসসালাম থানায় নেওয়া হয়। থানায় নেওয়ার আগে মীর আল আমিন এনটিভি অনলাইনকে বলেন, আমাদের বাসা আমিনবাজার। নানী অসুস্থ বলে আমরা দুই ভাই (ফুফাত ভাই) যাচ্ছিলাম হাসপাতালে। আমাদের প্রথমে যুবলীগ ধরে তারপর মোবাইল ফোন চেক করে। তারপর পুলিশের কাছে দিয়ে দেয়।