গাড়ি ভাঙচুর ও ছিনতাইয়ের মামলায় বিএনপির ২১ নেতাকর্মীর কারাদণ্ড

গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারসহ দলটির ২১ নেতাকর্মীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার (৭ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এ রায় দেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩৬ জনকে খালাস দিয়েছেন আদালত।
এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী। এই আইনজীবী বলেন, ‘আসামিরা শারীরিকভাবে অসুস্থ থাকায় আদালতে সময় চেয়ে আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করে তড়িঘড়ি রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা সংক্ষুব্ধ। সঠিকভাবে বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম।’
এ রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালতে যাবেন জানিয়ে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আসামিদের অনুপস্থিতিতে এই রায় দেওয়া হয়। রায় ঘোষণার পর আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ১ অক্টোবর রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীর বিরুদ্ধে আদালতের রায় ঘিরে আসামিরা সংঘবদ্ধ হয়ে পুলিশকে হত্যার উদ্দেশে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় রাস্তায় চলাচলকারী চার থেকে পাঁচটি গাড়ি ভাঙচুর এবং সেসব গাড়ির চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নেয় আসামিরা।
এ ঘটনায় ২০১৩ সালের ২ অক্টোবর রাজধানীর কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) এরশাদ হোসেন বাদী হয়ে এ মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ মে ইসহাক আলী সরকারসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন একই থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা হাসানুজ্জামান। পরে, আদালত এ মামলায় অভিযোগ গঠন করেন।