ড. মঈন খানের বাসায় কূটনীতিকদের সম্মানে নৈশভোজ

রাজধানীর গুলশানে বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় কূটনীতিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। ছবি : এনটিভি
কূটনীতিকদের সম্মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের বাসায় নৈশভোজের আয়োজন করা হয়। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসায় এ আয়োজন করা হয়।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, এ নৈশভোজে অংশ নেন ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনের রাষ্ট্রদূত, জাপানের হাইকমিশনার, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, ভুটানের হাইকমিশনার, ইউএনডিপির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও বিশ্বব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ।