ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় মোটসাইকেলচালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় একটি দ্রুত গতির বাসের চাপায় আইয়ুব (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার কোড্ডা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আইয়ূব সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসার গ্রামের মৃত জানু ভুইয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আইয়ূব মোটরসাইকেল চালিয়ে আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসছিলেন। এ সময় পথে বিপরীত দিক থেকে আসা আখাউড়াগামী দিগন্ত পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসাইন জানান, নিহত ব্যক্তির মরদেহ সদর হাসপাতালে রয়েছে। অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।