আ.লীগের বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হয় : জি এম কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/08/19/ji-em-kaader.jpg)
ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই শাস্তি পেতে হয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, তারা (আওয়ামী লীগ) মানুষের বাক স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষের যদি ভোটাধিকার থাকত, তাহলে তাদের একনায়কতন্ত্র কখনও স্বৈরতন্ত্রে পরিণত হত না।
আজ শনিবার (১৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সম্মেলনের এসব কথা বলেন জি এম কাদের।
জাপা চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছে। কিন্তু, আওয়ামী লীগ একা যুদ্ধ করেনি। এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকজনই সাধারণ মানুষের কাতারে থেকে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের একমাত্র অথরিটি আওয়ামী লীগ, তা সঠিক নয়। মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে আওয়ামী লীগ।’
‘আগামী নির্বাচন মুক্তিযুদ্ধের পক্ষে ও বিপক্ষে আমাদের আরও একটি যুদ্ধ’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে দাবি করতে পারে না। তারা ভোটাধিকার হরণ করেছে। তারা দেশে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করেছে। কৃত্রিম এই বৈষম্য থেকে মুক্তি পেতে অনেক সময় লাগবে।’
জি এম কাদের বলেন, ‘অনেকে মাসে পাঁচ হাজার টাকা আয় করতে পারে না। আবার অনেকেই পাঁচ থেকে ৫০ কোটি টাকা আয় করছে। অনেকে আবার ৫০০ কোটি টাকাও আয় করছে। স্বাধীনতার যুদ্ধের চেতনা হচ্ছে—দেশের মালিক হবে মানুষ। তারাই দেশকে পরিবর্তন করবে, সরকারকে পরিবর্তন করবে।’