মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত ৪টা ৪৩ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এনটিভি অনলাইনকে বৃহস্পতিবার সকালে বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটে আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে যোগ দেয় আরও দুটি ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ১৭টি ইউনিট কাজ করছে।
সকাল ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি জানিয়ে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুনে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি র্যাব, পুলিশ, বিজিবি ও সশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়েছে।