আগুনে পুড়েছে কৃষি মার্কেটের কয়েকশ দোকান, দাবি ব্যবসায়ীদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/14/8.jpg)
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুনে কয়েকশ দোকান পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুড়ে ছাই হয়েছে এসব দোকানের মালামাল। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৩টা ৪৩ মিনিটে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সকাল সোয়া নয়টার দিকে। তাদের সহায়তা করে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপনের সাহায্যকারী দল।
কাপড় ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘আমার দোকানের সব কাপড় পুড়ে গেছে। কিছুই বের করতে পারিনি। ১০ লাখ টাকার মাল ছিল দোকানে। এক-দেড়শোর বেশি দোকান একেবারেই পুড়ে গেছে। এখন আমার সব শেষ। বৌ-বাচ্চা নিয়ে ঢাকা ছাড়া লাগবে। এখন খাব কী?’
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে মার্কেটের খ ও গ ইউনিট পুরোপুরি ভস্মীভূত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল ৯টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস মিডিয়া সেলের অফিসার শাহজাহান সিকদার এ তথ্য জানান।
আজ বৃহস্পতিবার ভোরে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। অনেকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছেন। কেউ মালামাল সরানোর চেষ্টা করেছেন। আবার আগুনে সব হারিয়ে কেউ কেউ কান্নায় ভেঙে পড়েছেন।
জানা গেছে, মার্কেটটিতে পাঁচ শতাধিক দোকান ছিল। এসব দোকানে কাজ করে দুই হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন। এ মার্কেটে সবজির দোকানের পাশাপাশি জুতার দোকান, স্বর্ণের দোকানসহ অনেক ধরনের দোকান ছিল। ব্যবসায়ীরা দাবি করছেন, পুড়ে যাওয়া দোকানগুলোতে কয়েক কোটি টাকার মালামাল ছিল।
ব্যবসায়ীদের দাবি, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ শতকোটি টাকার বেশি হবে। মোমিন আলী নামের এক ব্যবসায়ী বলেন, ‘শতকোটি টাকার ওপর ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। অনেকেই নিঃস্ব হয়েছেন। ভোরে আগুন লাগার পর ব্যবসায়ীরা ছুটে আসেন। আগুনে আমার দোকান পুড়ে গেছে৷ ক্ষতি হয়েছে। কিন্তু, কারও কারও কান্না দেখে এত মায়া লাগছিল, সেসব ভাষায় প্রকাশ করা যাবে না।’