আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বিএনপি ও সমমনা দলের কর্মসূচি
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আগামীকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর)। জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোয় গণতন্ত্র সম্পর্কে আগ্রহ সৃষ্টি এবং গণতন্ত্রচর্চাকে উৎসাহিত করার প্রয়াসে দিবসটি পালিত হয়। ২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর এ দিবসের ঘোষণা দেয় জাতিসংঘ। এরপর থেকেই জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্যোগে প্রতিবছর দিবসটি পালিত হয়ে আসছে। এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি ও সমমনা দল।
বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে শুক্রবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এতে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইয়ুথ ফোরাম। সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেনে মানিক মিয়া হলে এই আলোচনা সভা হবে। এতে প্রধান অতিথি বিএনপির স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন বাংলাদেশ ইয়ুথ ফোরাম সভাপতি সাইদুর রহমান।
গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টার দিকে পল্টন মোড়ে, ১২ দলীয় জোট একই সময়ে বিজয় নগর পানির ট্যাংক সামনে, জাতীয়তাবাদী সমমনা জোট পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে আলোচনা সভা করবে।
বিকেল ৩টার দিকে কারওয়ান বাজার এফডিসি সংলগ্ন কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে এলডিপি। বিকেল ৪টার দিকে গণফোরাম ও পিপলস পার্টি মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে, সাড়ে ৩টায় পুরানা পল্টনে গণ অধিকার পরিষদ, বিকেল ৪টার দিকে পল্টন মোড়ে গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া - ফারুক হাসান) আলোচনা সভা করবে।
মালিবাগ মোড়ে বিকেল ৪টায় আলোচনা সভা করবে এনডিএম। সকাল ১১টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ে লেবার পার্টির আলোচনা সভা এবং সকাল ১০টায় পল্টন মোড়ে গণতান্ত্রিক বাম ঐক্য আলোচনা সভা করবে।