ফরিদপুরে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গুতে আক্রান্ত আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে ডেঙ্গুতে চলতি বছর ২৭ জন মারা গেলেন। নতুন করে মারা যাওয়া তিনজনই নারী।
আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় তিন নারী মারা গেছেন। তারা হলেন–ভাঙ্গা উপজেলার আছিয়া, সদর উপজেলার চন্দনা শিকদার ও গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজিয়া।
ফরিদপুর জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘গতকাল বিএসএমএমসিতে চিকিৎসাধীন তিন ডেঙ্গু রোগী মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ২৪৫ জন ডেঙ্গুরোগী নতুন করে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ৬৬৭ জন চিকিৎসাধীন রয়েছেন।’
ডা. ছিদ্দিকুর রহমান বলেন, ‘এ পর্যন্ত ফরিদপুরে সাত হাজার ৮৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সাত হাজার ২০১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’