ট্রাকচাপায় দুই কলেজছাত্র নিহত
গোপালগঞ্জে ট্রাকচাপায় আকিজুল মুন্সী (১৯) ও অনিক বাড়ৈ (১৯) নামে দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী। তাঁর অবস্থাও আশংকাজনক। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের গেটে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিছুর রহমান জানান, গোপালগঞ্জ শহর থেকে একটি মোটরসাইকেলযোগে আকিজুল তার বন্ধু অনিক বাড়ৈ ও এক তরুণীকে নিয়ে মোল্লাহাটে যাচ্ছিল। তাঁরা শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের রাস্তা থেকে ঢাকা-ঢাকা খুলনা মহাসড়কে উঠার সময় ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই আকিজুলের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে আহত অনিককে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মারা যান বলে তাঁর বাবা নিশ্চিত করেছেন।
নিহত আকিজুল বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ডাবরা গ্রামের ফারুখ মুন্সির ছেলে। তিনি মোল্লাহাটের সিএস কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী এবং অনিক বাড়ৈ মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের চিরঞ্জিত বাড়ৈর ছেলে। তিনি গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের প্রথম বর্ষের ছাত্র। আবেদনের পরিপ্রেক্ষিতে রাতে আকিজুলের মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক খান মো. শরিফুল ইসলাম।