সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি
সবশেষ সেপ্টেম্বর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৩ শতাংশে। যা আগস্টের চেয়ে আগের শূন্য দশমিক ২৯ শতাংশ বেশি। গত মাসে খাবারের মূল্যস্ফীতি দাঁড়ায় ১২ দশমিক ৩৭ শতাংশ।
আজ বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বাংলাদেশে গড় মূল্যস্ফীতির চেয়ে খাদ্যে মূল্যস্ফীতি বেশি। তবে, খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি সাত দশমিক ৮২ শতাংশের মধ্যে রয়েছে। শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতি বেশি। গ্রাম এলাকায় গড় মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭৫ শতাংশ বেশি। গ্রামে খাদ্যে মূল্যস্ফীতি ১২ দশমিক ৫১ শতাংশ ও খাদ্য বহির্ভূত পণ্যে সাত দশমিক ৪২ শতাংশ।
শহর এলাকায় মূল্যস্ফীতি ৯ দশমিক ২৪ শতাংশ। খাদ্যে মূল্যস্ফীতি ১২ দশমিক শূন্য এক শতাংশ ও খাদ্য-বহির্ভূত পণ্যে ৮ দশমিক ১২ শতাংশ।