একদফা দাবিতে কুমিল্লায় ১২ দলের বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/05/12-dliiyy-jott.jpg)
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় বিক্ষোভ সমাবেশ করেছে ১২ দলীয় জোট। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার আলেখার চর চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সময় রোড মার্চে অংশ নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিনেতারা ১২ দলীয় জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হুদা বলেন, ‘সারা দেশের মানুষ আজ ফ্যাসিস্ট সরকারের পতনের দাবিতে রাস্তায় নেমেছে। সরকার জনবিচ্ছিন্ন হয়ে দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমিয়ে রাখার অপচেষ্টা করছে। কোনো লাভ নেই, জনতার বাঁধ ভাঙা স্রোতে ভেসে যাবে সব অন্যায়-অবিচার।’
জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান।
বক্তব্য দেন বাংলাদেশ কল্যাণ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান তামান্না, লেবার পার্টির মহাসচিব আমিনুল ইসলাম, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীমসহ ১২ দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা।