ট্রাককে ধাক্কা দিল ট্রেন, একজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/09/mymen_train-truck_accident_dies.jpg)
ময়মনসিংহের কেওয়াটখালি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক। ছবি : এনটিভি
ময়মনসিংহের কেওয়াটখালি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ সময় অজ্ঞাত পরিচয় এক ট্রেনযাত্রী নিহত এবং একজন আহত হয়েছেন। আজ সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান সহকারী পরিচালক মাসুদ সরদার।
এ ঘটনায় শহরের বাইপাস সড়ক হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পুলিশের রেকার ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি সরানোর চেষ্টা করছে।