পাহাড়ে মিলল গুলিবিদ্ধ যুবকের মরদেহ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের ছয় নাম্বার রাবার প্লট নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, হত্যা করা হয় ওই যুবককে।
নিহতের নাম শহিদুল ইসলাম প্রকাশ শহিদুল্লাহ (২৮)। তার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের করলিয়া মুরা গ্রামে। মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের এবং গুলির চিহ্ন রয়েছে।
নিহতের চাচা শাহাবুদ্দিন বলেন, শনিবার রাতে ৯টা পর্যন্ত সে এলাকায় ছিল। হয়তো গভীর রাতে তাকে রাবার বাগানের পাহাড়ি জঙ্গলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আজ সকালে রাবার শ্রমিকেরা রাবারের কষ সংগ্রহ করতে যাওয়ার পথে মরদেহ দেখতে পেয়ে বাগানের ম্যানেজারকে জানান। তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে তারা।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল্লাহ ভূইয়া জানান, বাইশারী ইউনিয়নের পাহাড়ি জঙ্গল থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহের উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে মরদেহে আঘাত ও গুলির চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, ‘হত্যার ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।’