৪১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
ঝালকাঠির দুই নদীতে অভিযান চালিয়ে ৪১ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। একইসঙ্গে জব্দ করা হয়েছে ৪৭ কেজি ইলিশ মাছ। তবে, আটক করা যায়নি কোনো জেলেকে।
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার অভিযোগে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব জাল ও মাছ জব্দ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর, রাজাপুর ও নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানের খবরে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা। এ সময় অবৈধ কারেন্ট জাল ও মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়। পাশাপাশি জব্দ করা মাছগুলো এতিমখানায় বিলি করে দেওয়া হয়।