আমরা উন্নয়ন করি আর বিএনপি ধ্বংস করে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা উন্নয়ন করি আর বিএনপি দেশ ধ্বংস করে। আমাকেও বিএনপি হত্যার ষড়যন্ত্র করেছিল। বিএনপির হাতে দেশ, দেশের মানুষ ও দেশের সম্পদ কিছুই নিরাপদ নয়।
প্রধানমন্ত্রী আজ শনিবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠে আয়োজিত জনসভায় এ কথা বলেন। আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা এই সমাবেশের আয়োজন করে।
এর আগে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রী বলেন, ‘নৌকা মার্কায় ভোট দেওয়ায় মানুষ উন্নয়নে সুফল পাচ্ছে। আমরা দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখেছি। আমরাই দেশের মানুষের হাতে হাতে মোবাইল ফোন দিয়েছি। আমরা দারিদ্রের হার কমিয়ে আনতে পেরেছি।’
দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে দেশের উন্নয়নে কাজ করে। আমরা চাই দেশ থেকে দারিদ্র্য দূর করতে। আমরা রিজার্ভের টাকায় বিদেশ থেকে টিকা এনে সবাইকে বিনামূল্যে দিয়েছি।’
তারেক রহমানের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছি। আমাদের আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মা, বাবা ও ভাই সবাইকে হারিয়েছি। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই। আমার ওপর বারবার হামলা হয়েছে। আমি নিজের জীবনের কোনো মায়া করিনি। জনগণের কল্যাণেই আমি কাজ করছি।’