বিএনপিনেতা আমিনুল হকের ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের ছবি তার ফেসবুক আইডি থেকে নেওয়া
রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হককে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পল্টন থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) ইউসুফ মিয়া আসামিকে হাজির করে ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে পল্টন থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।