৯৭ সহকারী জজ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/14/law.jpg)
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়
৯৭ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তাদেরকে আগামী ১৯ নভেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদান করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। তাদের নিয়োগের শর্তাবলি ও পদায়নস্থল আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের ওয়েবসাইট থেকে জানা যাবে।