নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধেই আসবে : ওবায়দুল কাদের

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছেন না জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “যারা নির্বাচনের বিরুদ্ধে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। বিএনপি-ই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধেই আসবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের যৌক্তিক কারণ দেখছি না। যারা নির্বাচনের বিরুদ্ধে নাশকতা করছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।”
আগামী নির্বাচন ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “যারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা ১৫ ও ২১ আগস্টের হত্যাকাণ্ড এবং জোট সরকারের নিপীড়নের কথা বলেন না। বিএনপির নির্বাচনকেন্দ্রিক আন্দোলন ব্যর্থ। এখন তারা আগুন দিচ্ছে।”
কোনো নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপি-ই নির্বাচনের পথে প্রধান অন্তরায়। নিষেধাজ্ঞা এলে বিএনপির বিরুদ্ধেই আসবে। এনিয়ে আওয়ামী লীগ মোটেও চিন্তিত নয়।
বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, নাশকতা করে দ্বাদশ জাতীয় নির্বাচন বন্ধ করা যাবে না। যারা নির্বাচনের কার্যক্রমে বিপত্তি সৃষ্টি করবে, ভোটাররাই তাদের প্রতিহত করবে।
গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, পোশাক শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরও যদি কিছু করার থাকে সরকার তা করবে। এ নিয়ে অযথা যারা পানি ঘোলা করছে, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থেই করছে।
১৪ দল আর জাতীয় পার্টির সাথে এখনো আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা হয়নি জানিয়ে কাদের বলেন, এজন্য অপেক্ষা করতে হবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী, আনোয়ার হোসেন, মেরিনা জাহান কবিতা প্রমুখ।