আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড : আবু সাইদ লিওন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির (যুগ্ম মুখ্য সংগঠক) আবু সাঈদ লিওন বলেছেন, ‘আমরা চেয়েছি, খুনি হাসিনা পালিয়েছে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।’
আজ মঙ্গলবার (২৫ মার্চ) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা এনসিপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
আবু সাঈদ লিওন বলেন, আওয়ামী লীগের পরিবর্তে কেউ যদি নতুন করে আওয়ামী লীগ ও স্বৈরশাসকের মতো দখলদারত্ব, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও গুম-খুন করতে চায় আমরা তাদেরও প্রতিহত করব। এই তরুণদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। এই তরুণদের হাত ধরেই আমরা উত্তরবঙ্গের পরিবর্তন নিয়ে আসব।
তিনি বলেন, এনসিপি একটি নতুন দল, আমরা আন্দোলন করেছিলাম এক প্ল্যাটফর্মে থেকে। সেই প্ল্যাটফর্ম থেকে এসেই আমরা দল গঠন করেছি। এই দল দেখে অনেকেই ঈর্ষান্বিত হচ্ছে, অনেকেই জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
এনসিপির উপজেলা সংগঠক আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ার সাংবাদিকরা।