রাজধানীতে তিন বাসে আগুন
রাজধানীর পৃথক স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৩ ডিসেম্বর) রাতে সোয়া ঘণ্টার মধ্যে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার রাতে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার পাশে রাত সোয়া ৯টার দিকে রজনীগন্ধা পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এর ১৫ মিনিট পর কলাবাগানে মিরপুর থেকে আজিমপুরগামী মেট্রোলিংক নামে একটি বাসে আগুন দেওয়া হয়।
অপরদিকে মিরপুর-১৩ নম্বরে কৃষি ব্যাংকের সামনে পার্কিং করা ট্রাস্ট পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোথাও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এনটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।