অন্যায়ের শরিক হবেন না, অবৈধ ভোট বর্জন করুন : নজরুল
দেশের জনগণের প্রতি ভোট বর্জনের আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কাকে ভোট দিতে যাবেন? হয় সরকারি দলের প্রার্থী, না হয় ডামি, না হয় তাদের অনুগত প্রার্থী। এ কারণে দেশবাসীকে বলব আপনারা এই অবৈধ ভোট বর্জন করুন। ভোট কেন্দ্রে যাবেন না। এ অন্যায়ের শরিক হবেন না। ডাকাতি ঠেকাতে না পারলেও, ডাকাতের সঙ্গে তাল মেলাবেন না।
আজ বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জন, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ড্যাব আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এ আহ্বান জানান। পরে প্রেসক্লাবের সামনে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, ‘৭ জানুয়ারি যা ঘটতে যাচ্ছে, সেটা যদি নির্বাচন হতো, তবে সেখানে অংশ নেওয়া, না যাওয়ার প্রশ্ন আসত। কিন্ত ৭ তারিখ যা ঘটতে যাচ্ছে সেখানে কোনো প্রতিপক্ষ নেই। সবাই আমি, ডামি ও আমার লোক। এদের মধ্যে যে নির্বাচনি খেলা এটাকে নির্বাচন বলা যায় না। এ জন্য হাজার কোটি টাকা খরচ করা হবে।’
বাকশালের আমলে এমন নির্বাচনি পরিবেশ ছিল উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘দেশে বর্তমানে যে অরাজকতা, এ অবস্থা আর যাই হোক, গণতান্ত্রিক পরিবেশ হতে পারে না। ২০১৮ সালে নির্বাচনে অংশ নিয়ে আমদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছে। জনগণকে ভোট দিতে দেওয়া হয়নি। এবারও জনগণকে বঞ্চিত করার পাঁয়তারা করছে।’
ড্যাবের প্রেসিডেন্ট হারুনুর অর রশিদের সভাপতিত্বে মহাসচিব ড. আব্দুস সালামের সঞ্চালমায় মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির সহস্বাস্থ্য সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, ড্যাব নেতা ডা. রফিকুল ইসলাম লাবু, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. শহিদ হাসান, ডা. খালেকুজ্জামান দিপু, ডা. জাফর ইকবাল, ডা. মাহবুবুর রহমান, ডা. মাহমুদ মান্নান, ডা. মশিউর রহমান কাজল, ডা. জহিরুল ইসলাম সাকি, ডা. মঈনুল হক মিতুল, শফিকুল ইসলাম মাসুম, ডা. রুস্তম আলী মধু প্রমুখ।