বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের সাকুরা পরিবহণের বাসচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক বাসচালক ও হেলপারকে আটক করে পুলিশের সোপর্দ করেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল কাসেম ফরাজীর ছেলে ইয়াদ উদ্দিন কামাল (৩৫) ও অজ্ঞাত পরিচয় মোটরসাইকেলচালক।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, গৌরনদী থেকে মুলাদীগামী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী সাকুরা পরিবহণের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক ও আরোহী নিহত হন।
ওসি আরও জানান, আটক সাকুরা পরিবহণের বাসচালক মিন্টু মিস্ত্রির (৩৫) বাড়ি বরগুনা জেলার আমতলীর গুলিশাখালী গ্রামে এবং হেলপার রবিন হাওলাদারের (২৩) বাড়ি বরিশালের শায়েস্তাবাদ এলাকায়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।