জাল ভোট দেওয়ায় নৌকার এজেন্টকে ৩ বছরের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/07/sunamganj.jpg)
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভপুর) আসনের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ায় নৌকার এজেন্টকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাতুজ্জামান। আজ রোববার (৭ জানুয়ারি) দুপুরে ভোটগ্রহণের সময় সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের বানিপুর ভোটকেন্দ্রে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ওই কেন্দ্রের নৌকার পোলিং এজেন্ট সাইফুল আমিনকে (৪০) এই শাস্তি দেন আদালত।
জানা যায়, ভোট গ্রহণের সময় নৌকার এজেন্ট সাইফুল কর্মকর্তাদের কাছ থেকে ব্যালট ছিড়ে নিয়ে নৌকার সিল মারেন। পরে তাঁকে তিন বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. এনামুল হক বলেন, বিকেলে জাল ভোট দেওয়ার অপরাধে বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্যার এই আদেশ দেন।
এই আসনে ছয় প্রার্থীর মনোনয়ন বৈধ হলেও দুজন সরে যাওয়ায় চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দুজন প্রতীক পেলেও খুব একটা প্রচার-প্রচারণা চালাননি। তাই বর্তমান সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী পীর ফজলুর রহমান মিসবাহ ও আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. মোহাম্মদ সাদিক প্রধান প্রতিদ্বন্দ্বী।