মাদক গ্রহণ ও বিক্রির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে উমেদ আলী নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে অভিযান পরিচালনা করে এ আদেশ দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন।
এ সময় ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দণ্ডাদেশপ্রাপ্ত উমেদ আলীর বাড়ি উপজেলার আগতেরিল্যা গ্রামে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন জানান, গোপন তথ্যে জানতে পারি উমেদ আলী দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিল। আজ দুপুরে পুলিশসহ তার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে ধরা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮এর অধীনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উমেদ আলীকে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
জনস্বার্থে মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান রাজিব হোসাইন।