মানুষের ভালোবাসায় আমি অভিভূত : মঈন উদ্দিন
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ মো. মঈন উদ্দিন মঈন বলেছেন, ‘মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমি তাদের এই ভালোবাসার প্রতিদান অবশ্যই দিব।’ আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ অঙ্গীকার করেন।
সংসদ সদস্য মো. মঈন উদ্দিন মঈন বলেন, ‘সরকারের দেওয়া বিভিন্ন প্রজেক্টের টাকা আমি তাদের কাছে পৌঁছে দিব। মানুষের অধিকারের টাকা যেন আমার পকেটে না ঢুকে। আমি নিজের কাছেও সৎ থাকতে চাই।’
সংসদ সদস্য আরও বলেন, ‘আমার অনেক নেতাকর্মী আছে, সমর্থক আছে। প্রশাসনের কাছে দাবি থাকবে, তারা যেন আলাদা কিছু না পায়। আইন অনুযায়ী যেন সব পায়। আইন সবার জন্য সমান। দল-মত নির্বিশেষে সবাই আমার কাছে নিরাপদ থাকবে। কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়। আওয়ামী লীগ, বিএনপিসহ সব রাজনৈতিক দল যেন একসাথে চলতে পারে। প্রশাসন কোনো চাপে থাকবে না।’
মঈন উদ্দিন মঈন আরও বলেন, ‘আমি কোনো ঠিকাদারদের কাছ থেকে অর্থনৈতিক সুবিধা নিব না, তবে কাজ বুঝে নিব শতভাগ। এখানে ফাঁকি দেওয়া যাবে না। মানুষের কাছে আমাদের ওয়াদা রয়েছে। সেই অনুযায়ী আমি কাজ বুঝে নিব।’
আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, সাবেক সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন, সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন, হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, কার্যকরী সদস্য আবু আব্দুল্লাহ, লোকমান হোসেন, জহির শিকদার, খোকন মিয়া, হাসান জাবেদ প্রমুখ।