গণ-অধিকার পরিষদের মিছিলে পুলিশি বাধা
৭ জানুয়ারির নির্বাচনকে ‘একতরফা’ ও দ্বাদশ জাতীয় সংসদকে ‘ডামি সংসদ’ আখ্যা দিয়ে কলো পতাকা মিছিল করেছে গণ-অধিকার পরিষদ। তারা মিছিল নিয়ে অধিবেশনের প্রতিবাদে সংসদ অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখোমুখি হয়। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) এমন অভিযোগ করেছেন দলের নেতাকর্মীরা।
এদিন বিকেলে রাজধানীর পুরানা পল্টন পানির টাঙ্কির সামনে মিছিল করে গণ-অধিকার পরিষদ। দলের নেতারা বলেন, তাদের মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছে। এ সময় দলটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, কেন্দ্রীয় নেতা আবু হানিফ, যুব অধিকার পরিষদের মুনজুর মোর্শেদ মামুনসহ বেশ কয়েকজন আহন হন।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে রাশেদ বলেন, আমাকে পুুলিশ হামলা করে রক্তাক্ত করেছে। আমাদের হানিফ, মামুনসহ বেশ কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে। তিনি বলেন, আমাদেরকে পুলিশ গণতান্ত্রিক প্রতিবাদ করতে দেয়নি। জনগণকে আহ্বান জানাব, ঘরে বসে না থেকে রাজপতে নামুন; গণ-উত্থানে সরকারের পতন হবে।
গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কালো পতাকা না কি শোকের মিছিল। এটা শুধু শোকের প্রতীক নয়, জাতির জীবনে যে অন্ধকার নেমে এসেছে, এ অন্ধকার কালো পতাকার মধ্য দিয়ে দেখাচ্ছে। তিনি বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা প্রতিবাদ জানাই ধিক্কার জানাই।