নারী ক্রিকেটারের বাসায় চুরি, দুজন রিমান্ডে
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের মোবাইলফোন চুরির মামলায় আরেক ক্রিকেটারের স্বামী মো. আল-আমিন দেওয়ান আযানসহ দুজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামি দুজনকে হাজির করে সাত দিন রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আসামি আযানের তিন এবং মিলনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৯ জানুয়ারি রাজধানীর তেজগাঁও থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেন ক্রিকেটার স্বর্ণা। মামলায় অভিযোগ করা হয়, আসামি বাদীর ঘর থেকে দুটি আইফোন ও ওয়ারড্রবের তালা ভেঙে সাড়ে তিন হাজার ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে। এরপর দিনাজপুর থেকে আযানকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া আইফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরি যাওয়া মোবাইলের ক্রেতা মিলনকেও।