দুটি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক করেছে র্যাব
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/04/benaapoler_portt_thaanaa_theke_uddhaarkrt_astr.jpg)
বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে এই দুটি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। ছবি : র্যাব-৬
বেনাপোলে দুটি দেশীয় তৈরি পিস্তলসহ রুবেল হোসেন (৩৩) ও ইয়াসিন আলম (৩০) নামে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে রুবেল ও ইয়াসিনকে আটক করা হয়। তাঁরা ওই গ্রামেরই বাসিন্দা।
র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আজ সকালে পুটখালী বল ফিল্ড নামক স্থানে পিস্তল নিয়ে দুই যুবক অবস্থান করছেন—এমন ধরনের গোপন খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে দুটি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করে।