পৃথক দুর্ঘটনায় চালকসহ নিহত মোটরসাইকেল আরোহী

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেলচালকসহ এক আরোহী। এদের মধ্যে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীও রয়েছেন। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ও বারোবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
আজ দুপুর ২টার দিকে বাথুলিতে মানিকগঞ্জগামী একটি লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন চালক জিয়াউর রহমান (৪০) ও আরোহী জানিব আলী (৫০)। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
নিহত জিয়াউর রহমান ও জানিব আলী ধামরাইয়ের সোমভাগ ইউনিয়নের জয়পুরা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে শ্রীরামপুর এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পরে ঘটনাস্থলেই প্রাণ হারান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী মতিউর রহমান (২৫)। তিনি সাভারের বিরুলিয়া ইউনিয়নের জিনজিরা এলাকার বাসিন্দা।
গোলড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। তার পরিবার থানায় এসেছে। পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।